নাম বলো
একজন নতুন শিক্ষক তার স্কুলের ছাত্রকে জিজ্ঞেস করলেন, "এই পাখীটার পা দেখো আর এটার নাম বলো।"
ছাত্র বললো, "জানি না স্যার!"
শিক্ষক বললেন, "তুমি একটা গাড়ল, তোমার নাম বলো!"
ছাত্র বললো, "এই দেখো আমার পা, আর আমার নাম বলো!"
পটলদা আর পটলবৌদি
পটলদা খুবই অসুস্থ! ডাক্তার পটলদাকে চেক-আপ করে বৌদিকে ডেকে নিয়ে গিয়ে বললেন, "ওনার হার্টের অবস্থা ভালো নয়। ওনাকে প্রতিদিন ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবেন। ওনার সাথে ভালো ব্যবহার করবেন, কোত্থাও বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বায়না করবেন না। বাড়িতে কোনও টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ছয়মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন।"
ডাক্তার চলে যাওয়ার পর পটলদা বৌদির কাছে জানতে চাইলো, "হ্যাগো, ডাক্তার কি বললো?"
বৌদি খুব দুঃখিত হয়ে বললো, "কি আর বলবে! তোমার বাঁচার আর কোনও আশা নেই গো!"
একদম না
একজন লোক লাইব্রেরীতে গিয়ে বললো, "দাদা, আমি আত্মহত্যা করবো। আপনি কি আমাকে আত্মহত্যার ওপর কোনও ভালো বই দিতে পারেন?"
লাইব্রেরিয়ান খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললো, "একদম না দাদা, একদম না! আমি খুব ভালো ভাবেই জানি যে আপনি ঐ বইটা আমাকে ফেরত দেবেন না।"
প্রতিশোধ
পচাদা পাড়ার সন্ধের আড্ডায় এসে বললো, "এতোদিনে সবাই মিলে ভারতের ওপর প্রতিশোধ নিচ্ছে।"
আমরা সবাই তো হাঁ! জিজ্ঞেস করলাম, "হঠাৎ এই কথা কেনো দাদা?"
পচাদা গম্ভীরভাবে বললো, "টাকার দাম কিরকমভাবে নামছে দেখেছিস? আরো দেশের আণ্ডারওয়ারের নাম রাখো ইউরো আর ডলার!"
অমিতাভ বচ্চন না থাকলে
সান্টা সিং বান্টা সিং কে বলছে, "আরে ভাই বান্টা, অমিতাভ বচ্চন না থাকলে অভিষেক বচ্চনের কি হতো রে?"
বান্টা বললো, "কিছুই হতো না! অভিষেকও আমাদের মতন ইঞ্জিনিয়ারিং পড়তো!"
কথা মানা
পচাদা সেদিন পাড়ায় এসে বলছে, "জানিস ভাই, আমার ছেলে আমার সব কথাই মানে।"
এই শুনে বেশ কয়েকজন উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, "ভাইরে, এই অসাধ্যসাধনটা কি করে করলি?"
পচাদা বললো, "আমি আমার ছেলেকে বলে রেখেছি যে মনে যা আসে তাই যেনো করে!"
জীবনে কি বনবে?
শিক্ষক তার ছাত্রকে বললেন, "এভাবেই যদি পড়াশুনো করতে থাকো, তাহলে এই জীবনে কিছুই করতে পারবে না!"
ছাত্র খুব কনফিডেন্টলি বললো, "স্যার, জীবনে যদি কিছুই বনতে না পারি, তাহলে শিক্ষক বনে যাবো স্যার!"
পপুলার নেটওয়ার্ক
আমাদের পচাদার ছেলে মোবাইল কোম্পানিতে চাকরীর ইন্টারভিউ দিতে গেলো।
সন্ধেবেলা পাড়ার আড্ডায় সব্বাই পচাদাকে জিজ্ঞেস করছে, "কি দাদা, ছেলের চাকরীটা হলো?"
পচাদা হতাশভাবে বললো, "আর বলিস না ভাই, চাকরীটা হয়নি।"
সবাই একসাথে, "কিন্তু কেনো?"
পচাদা, "আরে, ওকে জিজ্ঞেস করেছিলো যে সবথেকে পপুলার নেটওয়ার্ক কোনটা। আর ছেলে আমার উত্তর দিলো কার্টুন নেটওয়ার্ক!"
দাঁতের বড়াই
পল্টু তার বন্ধুকে বললো, "দ্যাখ, দ্যাখ, আমার দাঁত কিরকম হিরের মতন চকমক করছে!"
বন্ধু বললো, "ছাড় ভাই! দেখ আমার দাঁত কি তোর থেকে কিছু কম? একদম সোণার মতন হলুদ!"
ট্রাক নাম্বার বি সি ১৭৬০
পচাদা আর তার বন্ধু বান্টা সিং মিউজিয়ামে বেড়াতে গেছে। সেখানে গিয়ে দেখলো একটা মিশরের মমি দাঁড় করানো আছে।
পচাদা বান্টাকে বললো, "লোকটা মরলো কিভাবে?"
বান্টা বললো, "যেভাবে ব্যাণ্ডেজ জড়ানো আছে, এটা নিশ্চয়ই ট্রাক এ্যাকসিডেন্টের কেস। আররে দ্যাখ, দ্যাখ, ট্রাকের নাম্বারটাও লেখা আছে। বি সি ১৭৬০ (BC 1760)!"
1 comments:
bangla jokes are really so funny........
Post a Comment