here are some updated bangla funny jokes message collection.
৩টা ছোটো ছোটো বাচ্চা, পাশের যাত্রী আগ্রহী হয়ে বললেন, আপনি কি করেন?
আমি কন্ডোমের সেলসম্যান।
ও আচ্ছা আচ্ছা খুব ভালো, খুব ভালো।
তো ছেলে মেয়েগুলোতে আপনার না কি?
নাহ আমার না,
তাহলে? বিস্মিত ভদ্রলোক প্রশ্ন করলেন।
ওগুলো কাস্টোমার কমপ্লেইন
================
সেক্সী জোকস-( ম্যাডাম ও কাজের ছেলে)
ম্যাডামঃ তোর সাহেব বিদেশ থেকে কি যেন পাঠিয়ে পোষ্ট অফিস থেকে নিয়ে আয় ।
কাজের ছেলেঃ যাচ্ছি
পোষ্ট অফিস থেকে একটি প্যাকেট পেয়ে দেখে খুলে দেখল রাস্তায় একটা ব্লাউজ
ম্যাডামঃ এই তুই আমার ব্লাউজ খুলেছিছ কেন?সাবধান পর কিছু খুললে তোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবো। দ্বিতীয়বার আবার বিদেশ থেকে প্যাকেট এলো ম্যাডামঃ যা আবার প্যাকেট এসেছে ।
কাজের লোক আবার গেল এবার আবারো প্যাকেট খুলে দেখল রাস্তায় এবার পেল একটা পেটিকোট
ম্যাডামঃতুই আবার আমার পেটি কোর্ট খুলে দেখিছিস।তোকে আবারো সাবধান করে দিচ্ছি ।
আবার বিদেশ থেকে পার্সেল এলো ।
ম্যাডামঃ বিদেশ থেকে পার্শেল এসেছে .নিয়ে আয় তবে খুলবি না কিন্তু
(এবার এসেছে দুধের প্যাকেট)
কাজের ছেলেঃ আগে খুইলা দুধ খাইয়া লই ম্যাডাম কি বিচার করবে আমি জানি ।
ম্যাডামঃ এবার তুই আমার দুধ খেয়েছিস কেন ? তোকে পুলিশে দিব ।
এবার কাজের ছেলেকে পুলিশে দেয়া হল ও আদালত বসল
ম্যাজিষ্টেটঃ আপনার অভিযোগ কি বলুন ?
ম্যাডামঃ এই দুঃচরিত্র কাজের ছেলেটি আগে আমার ব্লাউজ খুলেছে
ম্যাজিষ্টেটঃ তারপর ?
ম্যাডামঃ তারপর আমার পেটিকোর্ট খুলছে ।
ম্যাজিষ্টেটঃতারপর ?
ম্যাডামঃ তারপর আমার দুধ খাইছে ।
==================
বাবুর অফিসের কাজে মন বসে না। তার গা ম্যাজম্যাজ করে, মেজাজটাও খারাপ হয়ে থাকে।
বস একদিন ডাকলেন তাকে।
‘শোনো, এভাবে তো চলবে না। তোমাকে চাঙা হতে হবে। আমারও এরকম হতো আগে। তখন কী করতাম জানো? লাঞ্চ আওয়ারে বাড়ি চলে যেতাম। তোমার ভাবীর হাতের মজার রান্না খেয়ে, ঘন্টাখানেক তাকে চুটিয়ে আদর সোহাগ করতাম … হে হে, বুঝতেই পারছো, কী বলতে চাইছি। এরপর থেকে আমি একদম চাঙা, কোন সমস্যা হয় না। তুমিও ওরকম একটা কিছু করে দেখো, ফল পাবে।’
হপ্তাখানেক পর বস দেখলেন, অফিসে বাবুর কাজ চলছে দারুণ। টেলিফোন, ফ্যাক্স, কম্পিউটার নিয়ে দক্ষযজ্ঞ কান্ড একেবারে। বস হাসলেন, ‘কী মিয়া, পরামর্শ কাজে লাগলো?’
বাবু উৎফুল্ল গলায় বললো, ‘জ্বি স্যার, একেবারে হাতে হাতে। আর ভাবীর হাতের রান্না তো অপূর্ব!’
====================
No comments:
Post a Comment