Bangla Love Poem Collection No : 01
তোমাকে সেভাবে দরজার তত্ত্বকথা বলার সময় পেলাম কইতোমাকে বলা হল না
এ শহরের অস্পষ্ট শরীরে যে সব অন্ধকার দেখেছি তার কথাও
রাঙাদাদু বলতেন, ওরে, দরজাই যাপনের মূল স্তম্ভ
তাকে দেখে-শুনে পড়ে নিস্, গড়ে নিস্
কী ভাগ্যিস রাঙাদাদুকে আদৌ দেখে যেতে হয়নি
উদ্বাস্তু আমরা একটা সময় মৃদু জীবনের খোঁজে
Bangla Love Poem Collection No : 02
‘‘আসলে যে ছেলেটা মরে গিয়েছিলো কিছুদিন আগেজবানবন্দী তার হয় নাই লেখা
বিশ্বাস করেছে সেও দখিনা হাওয়ায়
মেনে নিয়েছিলো, এভাবেও বেঁচে থাকা যায়
প্রতি দিন, অষ্ট প্রহর
এবং রাতের শেষে ভোর, প্রতি দিন নিয়মিত আসে
অটুট বিশ্বাস ছিলো তার দখিনা বাতাসে...’’
Bangla Love Poem Collection No : 03
একদিন কেউ ছিল না আমাররাত ছিল না
দিন ছিল না
একটা পা ভাংগা কাঠের ঘোড়া ছিল,
দুটো কাঁচের পুতুল,
একটা পুতুল অন্ধ
একদিন ওরাই আমার সব ছিল
Bangla, Most Romantic Love Poem Collection : 04
খুঁজে নাও আমায়এখানে শব্দ আছে
রাত আছে তার চেয়ে আরও গাঢ়
যেমন সেদিন হঠাৎ ফেরালে মুখ
প্রায় বুজে আসা কপাটের ফাঁক দিয়ে.
Bangla, Most Romantic Love Poem Collection : 04
হেলে দুলে চলো হে, মাঝে মাঝে ভেবোএই যে ছুটন্ত ট্রেন, রোজ যায় আসে, গতি আছে, আছে কারশেড
অবিরাম যাত্রীর ওঠা-নামা, যাকে বলে বেঁচে থাকা-
পরিণতি নেই......
যেখানে থামার কথা, চলার শুরু ও সেখানেই....’’
Bangla, Most Romantic Love Poem Collection : 05
love Poem |
Bangla Romantic Picture |
No comments:
Post a Comment