All time best bangla love poem collection

collection of all time best bangla love and romantic poem from different writter, news maker.

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে ॥
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়--
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে ॥
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়--
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে ॥
যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে--
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে ॥
========
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।
========
না মানুষের কষ্টলেখা || নিয়াজ
অবুঝে কত সীমা
রেখার পিঠ চিরে চলে যাওয়া রেখা
মানুষ থেকে মানুষ হওয়ার ইচ্ছামনে যুদ্ধাহত
নীতিশূণ্য ভ্রান্তদিশা'র মনচিত্র
হাঁড়ে-চামড়ায় জীবিত যে দুঃখদিবসের বিজ্ঞাপনে
তাঁর মুখে ছুড়ে দেয়া হোক একমুঠো চাল
কিছু নোংরা কাপড়, একটু আশার আলো
ভাল লাগবে, অনেক অনেক পূণ্য হবে; তা বিক্রি করে
মনুষত্ব্য কিনে নেব সকলে- তাঁর মৃত্যু হলে
কোটি টাকার মসজিদে, মন্দিরে -প্রার্থনা হবে না,
লাশ যাবে কোনো গর্তে; আবর্জনা এড়িয়ে আমরা
মাটির উপরে ঘাঁড় উঁচু করে হাঁটবো আর
বুকের পাজর থেকে
ঈশ্বর উঁকি দিয়ে গুণে নিবেন সাহায্যসেবা'র মূল্য।।
=========
তোমাদের জন্যে স্তম্ভ || শতদল সাহা
তখন আকাশীর বুকে সোনালী , যখন হৃদয়ের ঘামে যুদ্ধ,
মাঝে রক্তের বদলে এনে দিয়ে গেলে
"ভাত" "ডাল" কিছু শব্দ।
উড়লো জ়ীবন শহুরে পথে,
গায়ে রোদ মনে গন্ধ।
বিক্ষোভ নিয়ে বিধাতার কাছ অবিনাশী প্রেম পত্র।
ইটের মাঝে শিক গুঁজে, তোমাদের নামে স্তম্ভ,
আমরা শুধু শীতের শেষে দেখাই ভাষার দম্ভ।
অবাক বোকা আমরা সবাই, করি বর্জ়্য পান,
কয়েক যুগেও জানতে পারিনি
খাঁটি রক্তের দাম।
আবার আসুক হতাশ বিকেল, যুদ্ধ যুদ্ধ গান
আবার চলুক দিনের শেষে ,বৃদ্ধ মায়ের অভিমান।
বুঝুক কিছু অন্ধ যুবক নীরব থাকার স্বার্থ।
তোমরা জন্মাবে শুধু, মরবে যারা স্তব্ধ।
ইটের মাঝে শিক গুঁজে, তোমাদের নামে স্তম্ভ
ওরা শুধু শীতের শেষে দেখাই ভাষার দম্ভ।
নামধারী সব ফুলের তোরা হোক জন্মভ্রষ্ঠ,
তিক্ত বক্তব্যে হয়রান হোক সব কাক শকুনের ভক্ত।
ইটের মাঝে শিক গুঁজে, তোমাদের নামে স্তম্ভ
মরুক,
যারা শুধু শীতের শেষেই দেখাই ভাষার দম্ভ।